শিরোনাম

South east bank ad

নৌকার সমর্থককে কুপিয়ে হত্যা

 প্রকাশ: ০৬ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সুনান বিন মাহাবুব, (পটুয়াখালী) :

পটুয়াখালীর বড় বিঘাই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মজনু মোল্লার সমর্থক মাসুদ ব্যপারীকে (২৪) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ওই যুবক ৩নং ওয়ার্ডের আব্দুল লতিফ ব্যপারীর ছেলে।

শনিবার (৬ নভেম্বর) সকালে বড় বিঘাই ইউনিয়নের গনি সিকদারের বাড়ির রাস্তার পাশে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশটি সনাক্ত করে। জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, “পুলিশ লাশ উদ্ধার করেছে। হত্যার রহস্য উদঘাটনে কাজ চলছে”।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মজনু মোল্লা জানিয়েছেন, “নিবাচর্নী কাজ শেষ করে রাতে ফেরার পথে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে আমাকে ফোন করে”।

স্থাণীয়রা জানিয়েছেন, রাতে পটুয়াখালী থেকে বড় বিঘাই আসে মাসুদ। ইউনিয়ন আওয়ামীলীগ অফিস থেকে ফেরার পথে তাকে হত্যা করা হয়েছে। সকালে তারা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে ফোন করে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: