ধর্মঘটের দ্বিতীয় দিনে রাজশাহী রেল স্টেশনে উপচেপড়া ভিড়
আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :
এক লাফে ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোর প্রতিবাদে গত শুক্রবার সকাল থেকে শুরু হওয়া ধর্মঘটে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। গণপরিবহন বন্ধ থাকায় ট্রেনযোগে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন যাত্রীরা। আর একারণেই চাপ বেড়েছে রাজশাহী রেল স্টেশনে। শনিবার (০৬ নভেম্বর) ধর্মঘটের দ্বিতীয় দিন সকাল থেকেই স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে ও টিকিট কাউন্টারে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
সরেজমিনে দেখা গেছে- যাত্রী বেশি হওয়ায় অনেকেই কাউন্টারে গিয়ে টিকিট কিনতে পারছেন না। আবার টিকিট পেলেও ট্রেনে উঠতে পারছেন না অতিরিক্ত যাত্রীর চাপে। স্টেশনে দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, দূরপাল্লার বাস বন্ধ থাকায় স্টেশনে যাত্রী বহুগুনে বেড়েছে।
যাত্রীরা জানান, বাস না পেয়ে বাধ্য হয়ে ট্রেনে যেতে হচ্ছে। অনেক কষ্ট করে তারা টিকিট পেয়েছেন এখন ট্রেনে উঠতে পারা নিয়ে শঙ্কায় রয়েছেন। ঢাকা যাওয়ার জন্য পরিবার নিয়ে রাজশাহী রেল স্টেশনে ট্রেনের অপেক্ষা করছেন মিনহাজ রহমান, তিনি জানান, জরুরি প্রয়োজনে যেতেই হচ্ছে। কিন্তু টিকিট পাইনি। এখন কীভাবে যাব তা নিয়ে চিন্তায় আছি।
রাজশাহীর গোদাগাড়ীতে একটি এনজিওতে কর্মরত মকবুল হোসেন জানান, দেশের বাড়ি খুলনায় মা অসুস্থ। তাই বাড়ি যেতে হবে। দ্বিগুণ ভাড়া দিয়ে গোদাগাড়ী থেকে রাজশাহী রেল স্টেশনে এসেছি। ট্রেনের টিকিটও পাইনি। তাছাড়া এত মানুষের ভিড় ঠেলে ট্রেনে উঠতে পারব কিনা তা নিয়ে শঙ্কায় আছি। তিনি বলেন, ‘দুদিন হয়ে গেল কেন সরকার এটার কোন সমাধান করছেন না? মানুষকে কেন এত ভোগান্তি পোহাতে হচ্ছে।’ স্টেশনে আসা অনেক যাত্রী এভাবেই ক্ষোভ প্রকাশ করছেন।