শিরোনাম

South east bank ad

ধর্মঘট প্রত্যাহার: চট্টগ্রামে রোববার থেকে চলবে গণপরিবহন

 প্রকাশ: ০৬ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টুয়েন্টিফোর.কম

চট্টগ্রামে ধর্মঘট প্রত্যাহার করেছে পরিবহন মালিক গ্রুপ। রোববার সকাল থেকে নগরীতে চলাচল করবে গণপরিবহন।

শনিবার বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল।

তিনি বলেন, আমরা মালিকরা সিদ্ধান্ত নিয়েছি- আমাদের সমিতির অধীন যে বাসগুলো আছে তা আগামীকাল সকাল থেকে আবারো চলাচল করবে। তবে আজ আমাদের কর্মসূচি চলবে।

বেলায়েত হোসেন বলেন, জ্বালানি তেলের দাম কমানো অথবা ভাড়া বাড়ানোই আমাদের দাবি। গতকাল থেকে এখন পর্যন্ত আমরা শান্তিপূর্ণ ধর্মঘট পালন করে আসছি। আমরা কোনো আন্দোলন, ভাঙচুর, সংঘর্ষ চাই না। ধর্মঘটের নামে কেউ কেউ রাস্তায় গাড়ি আটকে যাত্রীদের দুর্ভোগে ফেলছেন, আবার কেউ কেউ পিকেটিং শুরু করেছেন। মানুষের ভোগান্তির কথা ভেবে আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি। রোববার ভোর ৬টা পর্যন্ত গণপরিবহণ বন্ধ থাকবে। ৬টার পর থেকেই রাস্তায় নামবে।

প্রসঙ্গত, বুধবার রাতে জ্বালানি তেলের দাম ৬৫ থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে সরকার। এরপরই বৃহস্পতিবার পরিবহন ধর্মঘটের ডাক দেন বাস, ট্রাক, কাভার্ডভ্যান মালিকরা।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: