শিরোনাম

South east bank ad

বগুড়ায় যুবলীগ নেতা আদিলকে কুপিয়ে হত্যার চেষ্টা

 প্রকাশ: ০৫ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

বগুড়ায় জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির দপ্তর সম্পাাদক জাকারিয়া আদিল (৩৫) কে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে শহরের খান্দার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বর্তমানে গুরুতর আহত অবস্থায় আদিল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ।

তিনি জানান, আদিলের রাজনৈতিক দুজন ঘনিষ্ট কর্মী কাদের ও মানিক। তাদের সঙ্গে মালতিনগর এলাকার রতন, সেতু ও রেজার দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরে রতন, সেতু ও রেজা গ্রুপের ১৫থেকে ১৬জন সদস্য মিলে কাদের ও মানিকের বাড়িতে হামলা চালায়। ঘটনাটি জানতে পেরে আদিল খান্দার বাজার থেকে তার ওই দুই কর্মীর বাড়ির দিকে যাচ্ছিলেন। ওই সময় রতন, সেতু ও রেজাদের সঙ্গে আদিলের মুখোমুখি দেখা হয়। আদিল তাদের বুঝাতে গেলে ১৫ থেকে ১৬জন মিলে তার উপর ধারলো অস্ত্রসহ অতর্কিত আক্রম করে।
তিনি আরও জানান, আদিলের গলায় ও গালে গুরুতর জখম হয়েছে।

জাকারিয়া আদিল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন গ্রুপের অনুসারি। তিনি জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির দপ্তর সম্পাদক ও শহর শাখার সাবেক অর্থ সম্পাদক ছিলেন।

আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল আলম মোহন বলেন, আদিলের উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: