শিরোনাম

South east bank ad

সকাল থেকে বন্ধ বাস-পণ্য পরিবহন, চরম ভোগান্তিতে মানুষ

 প্রকাশ: ০৫ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আমিনুল ইসলাম জুয়েল, (রংপুর) :

ডিজেলের দাম বাড়ানোর প্রতিবাদে বাস-ট্রাক চলাচল বন্ধ রাখায় রংপুরে যাত্রীসহ সংশ্লিষ্ঠরা চরম বিপাকে পড়েছে।

শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে বাস-ট্রাক চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন গুলো।

ফলে সকাল ৬টা থেকে সারা দেশের সাথে বন্ধ রয়েছে রংপুরের বাস চলাচল। একইভাবে সারা দেশের সাথে পণ্য পরিবহনও বন্ধ রয়েছে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় তেলের দাম বৃদ্ধিতে ভাড়া সমন্বয় না হওয়া পর্যন্ত শুক্রবার থেকে রংপুরের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয় বাস মালিকরা।

বাস চালক জাহেদুল ইসলাম বলেন, এটি আমাদের অস্তিত্বের লড়াই। জ্বালানি তেলের যে অস্বাভাবিক দাম বাড়ানো হয়েছে, তাতে বাস চালানো কঠিন হবে।

শুক্রবার সকালে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল গিয়ে দেখা গেছে টার্মিনাল থেকে কোন বাস বা ট্রাক চলাচল করছেনা। এতে করে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও রংপুর জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মসিউর রহমান রাঙ্গা বলেছেন ডিজেলের দামবৃদ্ধি সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত।

আলোচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। যেহেতু সড়কপথের ওপর অনেকটাই নির্ভরশীল দেশের অর্থনীতি।

বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর জেলা মোটর মালিক সমিতির কার্যালয়ে চলমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রাঙ্গা বলেন, হঠাৎ করে কেরোসিন ও ডিজেলের দাম বাড়ানোর কারণ ও এর সমাধানের বিষয়ে জানতে এরই মধ্যে মালিক সমিতির পক্ষ থেকে তিনটি মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ইস্যুতে আমরা আন্দোলনে মাঠে নামতে চাই না। আমরা এর একটা সঠিক সিদ্ধান্ত চাই। সরকারের এমন সিদ্ধান্ত পরিবহন শিল্পকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে।

তিনি আরও বলেন, এরই মধ্যে দেশের বিভিন্ন পরিবহন সংগঠন ও মালিক সমিতির নেতারা আন্দোলন কর্মসূচির জন্য চাপ দিচ্ছেন। তবে অঘোষিতভাবে কিছু সংগঠন বিভিন্ন কর্মসূচি দিয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: