মালয়েশিয়ার মাদকাসক্তি নিরাময় ও পূনর্বাসন কেন্দ্রের ওয়েসিস'র সাথে সৌজন্য সাক্ষাত
বিডিএফএন টুয়েন্টিফোর.কম
বৃহস্পতিবার (০৪/১১/২০২১খ্রি.) ১১:০০ ঘটিকায় মালয়েশিয়ার বিখ্যাত মাদকাসক্তি নিরাময় এবং পূনর্বাসন কেন্দ্র SOLACE এর CEO & Clinical Director Dr. Prem Kumar Shanmugam এর নেতৃত্বে ডাঃ শোভন ও কাউন্সেলর সাবরিন সহ ০৩ (তিন) সদস্যের একটি প্রতিনিধি দল মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র, ঢাকা (ওয়েসিস) এর সভাপতি ও ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম(বার) এর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। দ্বিপাক্ষিক আলোচনাকালে ওয়েসিসের সাথে MOU সম্পাদনের ব্যাপারে প্রাথমিক আলোচনা হয়।
আলোচনাকালে ওয়েসিস-এ কর্মরত চিকিৎসক সহ স্টাফদের মালয়েশিয়ায় প্রশিক্ষণ প্রদানের ব্যাপারে প্রতিনিধি দল আগ্রহ প্রকাশ করেন। এ সময় ওয়েসিস-এর পরিচালক পুলিশ সুপার ডা: এস এম শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।