টাঙ্গাইলে ছাড়েনি দূর পাল্লার বাস-চলেনি ট্রাকও
মো আবু জুবায়ের উজ্জল, (টাঙ্গাইল) :
জ্বালানি তেলের দামের বৃদ্ধির প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে টাঙ্গাইল থেকে সকল প্রকার বাস ও ট্রাক চলাচল বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।
শুক্রবার সকালে টাঙ্গাইল বাসস্ট্যান্ড ঘুরে দেখা যায়, এ বাসষ্ট্যান্ড থেকে কোন প্রকার যাত্রীবাহী বাস ছেড়ে যায়নি। ফলে যাত্রীদের বিকল্প ব্যবস্থাপনায় গন্তব্যে পৌছাতে হচ্ছে। এতে করে তাদের গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।
যাত্রী রাজ্জাক, ঢাকা যাওয়ার উদ্দেশ্যে স্ট্যান্ডে এসেছি, এসে দেখি বাস শ্রমিকদের ধর্মঘট চলছে। ঢাকার উদ্দেশ্যে কোন বাস না ছেড়ে যাওয়ায় আমাদের সিএনজি করে ভেঙ্গে ভেঙ্গে গন্তব্যে পৌছাতে হবে। এতে আমাদের বাস বাড়ার চেয়ে ৩/৪ গুন বেশি ভাড়া দিতে হবে।
অপর দিকে জেলা কোন প্রকার ট্রাক চলাচল না করায় পন্য পরিবহন করতে পারছেন না ব্যবসায়ীরা। ফলে লোকসান গুনতে হচ্ছে তাদের।
এ বিষয়ে জেলা ট্রাক মালিক সমিতির সাধারন সম্পাদক সাইফুজ্জামান সোহেল বলেন, জ্বালানী তেলে দাম বৃদ্ধির প্রতিবাদে আমরা এই জেলায় ট্রাক চলাচল বন্ধ রেখেছি। আমাদের দাবী না মানা হলে আগামীতে আরোও কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো।
এ বিষয়ে জেলা বাস মালিক সমিতির সভাপতি খো. ইকবাল হোসেন বলেন, করোন পরবর্তী সময়ে আমরা এখনো ঘুরে দাড়াতে পারিনি। এমন সময় সরকারের এমন সিদ্ধান্ত আমাদের বিষ্মিত করেছে। তাই আমরা জেলায় সর্বত্র বাস চলা বন্ধ রয়েছে ।