ডিজেলের দামবৃদ্ধি সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত: রাঙ্গা
আমিনুল ইসলাম জুয়েল, (রংপুর):
পরিবহন মালিক সমিতির সাথে কোনো আলোচনা না করেই ডিজেল ও কেরোসিন বিক্রির এমন সিদ্ধান্তে সারা দেশে প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও রংপুর জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মসিউর রহমান রাঙ্গা।
তিনি বলেন,আলোচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। যেহেতু সড়কপথের ওপর অনেকটাই নির্ভরশীল দেশের অর্থনীতি।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকালে রংপুর জেলা মোটর মালিক সমিতির কার্যালয়ে চলমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
রাঙ্গা বলেন,হঠাৎ করে কেরোসিন তেল ও ডিজেলের দাম বাড়ানো সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত।
হঠাৎ করে কেরোসিন ও ডিজেলের দাম বাড়ানোর কারণ ও এর সমাধানের বিষয়ে জানতে এরই মধ্যে মালিক সমিতির পক্ষ থেকে তিনটি মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ইস্যুতে আমরা আন্দোলনে মাঠে নামতে চাই না। আমরা এর একটা সঠিক সিদ্ধান্ত চাই। সরকারের এমন সিদ্ধান্ত পরিবহন শিল্পকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে।
তিনি আরও বলেন, এরই মধ্যে দেশের বিভিন্ন পরিবহন সংগঠন ও মালিক সমিতির নেতারা আন্দোলন কর্মসূচির জন্য চাপ দিচ্ছেন। তবে অঘোষিতভাবে কিছু সংগঠন বিভিন্ন কর্মসূচি দিয়েছে।
এ সময় রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি একেএম মোজাম্মেল হকসহ সমিতির অন্য নেতারা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার মধ্যরাত থেকে লিটারপ্রতি ১৫ টাকা বাড়িয়ে কেরোসিন ও ডিজেল বিক্রি হচ্ছে ৮০ টাকা করে। এর আগে লিটারপ্রতি ৬৫ টাকা দরে ডিজেল ও কেরোসিন বিক্রি হতো।