ফুলবাড়িয়ার বীর মুক্তিযোদ্ধা জালাল মাস্টার আর নেই : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন মাস্টার। ইন্নালিল্লাহে … রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। দীর্ঘ দিন ধরে কিডনি সমস্যায় আক্রান্ত হয়ে গত ২ নভেম্বর বুধবার ৪:৩০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গতকাল বৃহস্পতিবার এনায়েতপুর ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে মা বাবার কবরের পাশে দাফন করা হয়। তিনি স্ত্রী, ৩ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কর্মজীবনে তিনি এনায়েতপুর ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন। এনায়েতপুর ইউনিয়ন আওয়ামীলীগের ২ নং ওয়ার্ডের সাবেক সাধারন সম্পাদক, ফুলবাড়ীয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। একজন আদর্শ শিক্ষক ও রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হিসেবে এলাকায় তার ব্যাপক সুনাম ছিল। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।