দুর্গাপুরে ইউপি নির্বাচনে শেষ হলো প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই পর্ব
এস.এম রফিকুল ইসলাম রফিক, (দুর্গাপুর) :
সারা দেশের ন্যায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলাতেও শুরু হচ্ছে তৃতীয় ধাপে ইউপি নির্বাচন। আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়েছে প্রার্থীদের মনোনয়ন পত্রের বাছাই পর্ব। বৃহস্পতিবার উৎসব মুখর পরিবেশে বাছাই পর্ব শেষে প্রার্থীদের ঘোষনা করা হয়।
এ উপলক্ষে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায় বাছাই পর্ব শেষে প্রার্থীদের বৈধতা ঘোষনা করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান, উপজেলা নির্বাচন অফিসার ফারহান শিরিন, উপজেলা রিটার্নিং অফিসার মো. মাহাবুবুর রহমান, মো. গোলাম মোস্তফা প্রমুখ।
দুর্গাপুর উপজেলার ৭টি ইউনিয়নে আওয়ামীলীগ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে ২০জন, সংরক্ষিত মহিলা আসনে ৭৪ এবং সাধারণ মেম্বার পদে ২৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন। আগামী ১১ নভেম্বর প্রত্যাহার, ১২ নভেম্বর প্রতিক বরাদ্দ এবং ২৮ নভেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।