শিরোনাম

South east bank ad

ইমামের বাড়ী বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই সহোদর সহ নিহত ৩

 প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

ফয়সাল আহমেদ, (গাজীপুর) :

মসজিদের হুজুরের দাওয়াতে অংশ নিতে গাজীপুরের শ্রীপুরের গাড়ারন গ্রাম থেকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী গ্রামে অটোরিক্সাযোগে দাওয়াতে যাচ্ছিলেন মসজিদের মুসুল্লীরা।

পরে ময়মনসিংহের গফরগাঁওয়ের সাধুয়া (আহালির টেক) এলাকায় সড়ক নির্মাণের ব্যবহৃত রোলারের সাথে বেপরোয়া গতির ব্যাটারীচালিত অটোরিক্সার সংঘর্ষ হয়। এ ঘটনায় দুই সহোদর সহ তিনজনের মৃত্যু হয়ছে। গুরুতর আহত হয় অটোরিক্সা চালক।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুর ১ টার দিকে ত্রিমোহনী-পাগলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গাজীপুরের শ্রীপুর উপজেলার গাড়ারন গ্রামের সহর আলী বেপারির ছেলে কফিল উদ্দিন (৪৫), তার বড় ভাই আমির উদ্দিন (৫৫) ও প্রতিবেশী একই এলাকার আব্বাস আলীর পুত্র নায়েব আলী (৭৫)।

অটোচালক সাইফুল ইসলাম গুরুতর আহত অবস্থায় প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বরমী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য আব্দুল কাইয়ুম বলেন, নিহতদের বাড়ির পাশে গাড়ারন বেপারী পাড়া জামে মসজিদের ইমাম পদে কর্মরত রয়েছেন মাওলানা আব্দুল ওয়াদুদ। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের গফরগাওয়ের মশাখালী গ্রামের বাড়িতে বেড়ানোর জন্য সে তার মুসুল্লীদের দাওয়াত দেন। পরে ১৫-২০জন মুসুল্লী কয়েকটি অটোরিক্সা ও মোটর সাইকেলে করে রওয়ানা দেন। এসময় সাধুয়া (আহালিয়ারটেক) নামক স্থানে সড়কের পিচ ঢালাইয়ের কাজে ব্যবহৃত রোলারের সাথে বেপরোয়া গতির অটোরিক্সার সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই নায়েব আলী নিহত হন, হাসপাতালে আনার পর কফিল উদ্দিন মারা যায় এবং আমির উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।
সড়ক দুর্ঘটনায় একই এলাকার ৩জন নিহত হওয়ায় এলাকায় শোকের পরিবেশ তৈরী হয়েছে।

ময়মনসিংহের পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান জানান, এ ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোলারটি আটক করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: