শিরোনাম

South east bank ad

মাধবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালন

 প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ জাহান রনি, (মাধবপুর) :

"মুজিব বর্ষে শপথ করি দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে মহড়া ও জনসচেতনতা মূলক প্রচার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৪ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশনে এক আলোচনা সভা ও মহড়া প্রদর্শিত হয়।অগ্নিকান্ডসহ সকল দূর্যোগ মোকাবেলায় নাগরিক সুরক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে বিভিন্ন বিষয় আলোচনা ও মহড়ায় উঠে আসে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন।পরে মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মনোতোষ মল্লিক অগ্নি নির্বাপক বিভিন্ন যন্ত্রপাতি অথিতিদের সামনে প্রদর্শন করেন এবং এক যান্তিক র‍্যালি বের করে এলাকার বিভিন্ন প্রধান রাস্তা ও এলাকা প্রদক্ষিন করেন।এসময় জনগনের মাঝে সচেতনতামূলক লিপলেট বিতরণ করেন।

এসময় মাধবপুর পৌরসভার মেয়র মোঃ হাবিবুর রহমান মানিক, সাংবাদিক রোকন উদ্দিন লস্কর সহ এলাকার গুণ্যমান্য ব্যক্তিবর্গ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: