শিরোনাম

South east bank ad

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে গৌরীপুরে যুবলীগ কর্মীদের মানববন্ধন

 প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :

কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের গৌরীপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবিতে স্থানীয় যুবলীগ কর্মীদের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে মধ্য বাজার পৌর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জেলা পরিষদ সদস্য যুবলীগ নেতা এইচ এম খায়রুল বাসারের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

এতে বক্তব্য দেন- ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য এইচ এম খায়রুল বাসার, যুবলীগ নেতা সৈয়দ মাজহারুল ইসলাম জুয়েল, নাজমুল হাসান ডালেছ প্রমুখ।

সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন- বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। যুগ যুগ ধরে সকল ধর্ম ও বর্ণের মানুষ সমাজে শান্তি বজায় রেখে বসবাস করে আসছেন। বর্তমানে এ সম্প্রীতি নষ্ট করতে স্বাধীনতা বিরোধী চক্রের ইন্ধনে দেশে বিভিন্ন মন্দিরে হামলা হয়েছে। এ চক্রান্ত প্রতিহত করতে যুবলীগের কর্মীদের সজাগ দৃষ্টি রেখে মাঠে কাজ করতে হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: