শিরোনাম

South east bank ad

ঢাবির ‘ক’ ইউনিটেও সেরা ছাত্র মেফতাউল গবেষক হতে চান

 প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

বগুড়ার ছেলে মেফতাউল আলম সিয়াম ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রথম হয়েছেন। তিনি মোট ১২০ নম্বরের মধ্যে ১১৭ দশমিক ৭৫ নম্বর পেয়েছেন। কেবল তাই নয়, তিনি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়ও মেধার স্বাক্ষর রেখেছেন। মেফতাউল প্রথম হয়েছেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ভর্তি পরীক্ষায়ও; মেডিকেলের ভর্তি পরীক্ষায় ৫৯তম হয়ে পড়ার সুযোগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজে। আগামী ৬ নভেম্বর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষার চূড়ান্ত পর্বেও অংশ নেবেন এর মধ্যেই দেশের সেরা বিদ্যাপীঠে চান্স পাওয়া এই শিক্ষার্থী।

মেফতাউল এবারে সরকারি আজিজুল হক কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ (গোল্ডেন) পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এরআগে মেফতাউল এসএসসিতে বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ-৫ (গোল্ডেন) পেয়ে উত্তীর্ণ ও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলেন।

তার গ্রামের বাড়ি শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের দাড়িদহ গ্রামে। মেফতাউলের বাবা খোরশেদ আলম পেশায় একজন সাবেক এনজিও কর্মকর্তা ও মা মঞ্জিলা আলম গৃহিণী। তিন ভাইয়ের মধ্যে মেফতাউল সবার বড়। তার বাকি দুই ভাই জমজ ও বগুড়া জেলা স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। বর্তমানে তারা পরিবারসহ শহরের রহমান নগর এলাকায় থাকেন।

সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানিয়ে মেফতাউল বলেন, আজ আমার সাফল্য এসেছে শুধু মায়ের দোয়া ও পরিশ্রমে। আমার সকল শিক্ষকদের প্রতি আমি কৃতজ্ঞত। উনারা আমকে হাতে ধরিয়ে এতবড় করেছেন।

ভবিষ্যতে পরিকল্পনা নিয়ে মেফতাউল হলেন, বুয়েটের জন্য আগামীকাল সকালে ঢাকা যাচ্ছি। আপাতত কোথায় ভর্তি হবো তা নিয়ে ভাবিনি। আগে ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার। তবে একজন পদার্থবিজ্ঞানের শিক্ষকের দ্বারা অনুপ্রাণিত হয়েছি গবেষণা বিষয়ে। যেখানে পড়ি যে বিষয়ে পড়ি আগামীতে একজন ভালো গবেষক হয়ে দেশের জন্য কাজ করবার ইচ্ছা রাখি।

সরকারি আজিজুল হক কলেজের উচ্চমাধ্যমিক ভবনের ইনচার্জ সহযোগী অধ্যাপক সুব্রত সাহা জানান, মেফতাউল সবার চোখে পড়ার মতোন ছেলে। সে পড়াশোনায় যেমন মেধাবী তেমনি তার ব্যবহার। আশাকরি একসময় মেফতাউল পুরো জাতির জন্য সুনাম বয়ে আনবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: