বেনাপোল সীমান্তে ফেনসিডিলসহ আটক-২
মোঃ জামাল হোসেন, (বেনাপোল) :
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৪৩ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার সকালে বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তের তালতলা মোড় থেকে ফেনসিডিলের এ চালানসহ তাদের আটক করে বিজিবি।
আটককৃতরা হলো পোর্ট থানার পুটখালী গ্রামের আবু বক্কারের ছেলে হাফিজুর রহমান (৪০) ও একই গ্রামের খায়রুল মোল্যার ছেলে তামিম হোসেন (১৪)।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার লাভলু জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে পুটখালী সীমান্তের তালতলা মোড় থেকে ১৪৩ বোতল ফেনসিডিলসহ ওই দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটকৃতদের বেনাপোল পোর্ট থানায় মাদক মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে পুটখালী গ্রামের জনৈক এক ব্যক্তি বলেন, এই মাদক ব্যবসায়ীরা একটি রাজনৈতিক দলের কিছু নেতার ছত্র ছায়ায় থেকে এসব মাদক কারবারী ব্যবসা করে থাকে। এরা প্রতিদিন সীমান্তের ওপার থেকে ফেনসিডিল এনে পাচার করে থাকে দেশের অভ্যন্তরে।