কর্মকর্তা নয়, কৃষকদের বন্ধু হয়ে কাজ করতে হবে : ডিডি কৃষি
এস এম সামছুর রহমান, (বাগেরহাট) :
বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নবাগত উপ-পরিচালক (ডিডি) কৃষিবিদ মো: আজিজুর রহমান বলেছেন, বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল রাষ্ট্রে কৃষি, কৃষক ও অর্থনৈতিক উন্নয়ন একই সূত্রে গাঁথা। কৃষি মূলত দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চাবিকাঠি। তাই কৃষি বিভাগের সকল কর্মকর্তাদের কৃষকদের বন্ধু হয়ে কাজ করতে হবে। বৃহস্পতিবার দুপুরে ফকিরহাট উপজেলা কৃষি অফিস পরিদর্শনে আসলে তাকে ফুলেল শুভেচ্ছা জানানোর পর তিনি একথা বলেন।
তিনি সকল কর্মকর্তাকে সততা ও নিষ্ঠার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে বলেন, কৃষি সমৃদ্ধ ফকিরহাটে কৃষিতে আরো বেশি উন্নয়ন করতে হবে।
এসময় বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা কৃষিবিদ মো: মোতাহার হোসেন, ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরত জাহান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা নয়ন সেনসহ ফকিরহাটের সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।