শ্রীবরদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন
শেখ সাঈদ আহাম্মেদ সাবাব, (শেরপুর) :
"মুজিব বর্ষে শপথ করি, দুর্যোগে জীবন সম্পদ রক্ষা করি ও শেখ হাসিনার উন্নয়ন প্রতি উপজেলায় ফায়ার স্টেশন এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালনে উদ্বোধনী উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১ টায় ফায়ার সার্ভিস চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীবরদী ফায়ার সার্ভিস স্টেশনের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার। শ্রীবরদী স্টেশন অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাব স্টেশন অফিসার আশরাফ হোসেন, মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল, আজকের পত্রিকার প্রতিনিধি ফরিদ আহমেদ রুবেল, আমার সংবাদ প্রতিনিধি তাসলিমা কবির বাবু, স্বেচ্ছাসেবক সুরুজ্জামান প্রমূখ।
স্টেশন লিডার জহুরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা অগ্নুিকান্ডসহ বিভিন্ন বিষয়ে ফায়ার সার্ভিসের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে সচেতনতা বৃদ্ধির আহবান জানান।