পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জেলহত্যা দিবস পালন
সুশান্ত কুমার সরকার, (পাবনা) :
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদার সাথে জেলহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ স্মারক ম্যুরাল ‘জনক জ্যোতির্ময়’ এ বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।
এ সময় আরও শ্রদ্ধাজ্ঞাপন করেন জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রশাসন, প্রক্টর অফিস, বঙ্গবন্ধু পরিষদ, অফিসার্স অ্যাসোসিয়েশন, রসায়ন পরিবার, পদার্থবিজ্ঞান সমিতি, আইসিই অ্যাসোসিয়েশন, গণিত বিভাগ, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, ইংরেজি বিভাগ, ইতিহাস ও বাংলাদেশ স্টাডিজ বিভাগ, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তর, কর্মচারীবৃন্দ, পাবিপ্রবি শাখা ছাত্রীলগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
জেলহত্যা দিবস উপলক্ষে উপাচার্য ড. এম রোস্তম আলী এক বাণীতে বলেন, জাতীয় চার নেতা হত্যার উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের বিজয় ও চেতনা নির্মূল করা। বঙ্গবন্ধু হত্যার খুনীরাই এই নৃশংস হত্যাকান্ড ঘটায়। শেষ পর্যন্ত ঘাতকরা পরাজিত হয়েছে। ঘাতকদের ষড়যন্ত্র বাঙালি প্রতিহত করেছে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে। জাতির পিতার আদর্শকে বুকে ধারণ করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের প্রতি উপাচার্য মহোদয় আহবান জানান।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর অবর্তমানে তাঁর নির্দেশিত পথে মুক্তিযুদ্ধ পরিচালনা করে জাতীয় চার নেতা যে অসামান্য অবদান রেখে গেছেন, সেই অবদান কোনোদিন ভোলার নয়।