শোক-শ্রদ্ধায় রাজশাহীতে জেলহত্যা দিবস পালন
আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর জাতীয় চার নেতাকে শ্রদ্ধাভরে স্মরণ ও নানা কর্মর্সূচির মধ্যদিয়ে রাজশাহীতে জেলহত্যা দিবস পালিত হয়েছে। বুধবার (০৩ নভেম্বর) রাজশাহী সিটি কর্পোরেশন, নগর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো এবং সরকারি বিভিন্ন পর্যায়ে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিনটি পালিত হয়।
সূত্রে জানা গেছে, বুধবার সকালে জাতীয় চারনেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এএইচএম খায়রুজ্জামন লিটন ও তার পরিবারের সদস্যরা। পরে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় কার্যালয়ের পাশে স্বাধীনতা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সেখান একটি শোক র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর কাদিরগঞ্জে অবস্থিত শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সেখানে জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
দুপুরে জেলহত্যা দিবস উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিটি মেয়র লিটন। পরে বিকালে তিনি নগরীর তালাইমারী শহীদ মিনার চত্ত্বরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার ম্যুরাল উদ্বোধন করেন। দিবসটি উপলক্ষ্যে নগরীর বিভিন্ন স্থানে মানবভোজের আয়োজন করা হয়। এছাড়া জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে আলোচনা সভা ও শহীদ কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।