নাটোরে আ'লীগের দু'টি অংশে পৃথকভাবে জেল হত্যা দিবস পালন
মো: রবিউল ইসলাম, (নাটোর):
নানা আয়োজনে নাটোরে আওয়ামী লীগের দু'টি অংশ পৃথকভাবে পালন করেছে জেল হত্যা দিবস।
বুধবার (৩ নভেম্বর) সকালে শহরের কান্দিভিটা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সংসদ সদস্য শফিকুল ইসলামের নেতৃত্বাধীন অংশ।
অপরদিকে কানাইখালী এলাকায় সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম রমজানের ব্যক্তিগত কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু সহ জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে অংশ নেন মহিলা সাংসদ রত্না আহমেদ সহ অপর অংশ।