জেলহত্যা দিবসে ফুলবাড়িয়ায় পতাকা উত্তোলন ও পুস্পস্তবক অর্পণ
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
৩ নভেম্বর জেল হত্যা দিবস। এ দিবসে বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা শাখার উদ্যোগে সদরের বড়পুকুরপাড়স্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও জাতীর পিতা বঙ্গবন্ধু সহ চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এতে অংশ নেন বাংলাদেশ আওয়ামীলীগ ফুলবাড়িয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক সরকার, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ গোলাম মোস্তফা তপন, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট মোঃ ইমদাদুল হক সেলিম, পৌর মেয়র গোলাম কিবরিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন শর, পারভীন সুলতানা সহ আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।