জামালপুরে শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রীর করোনা প্রতিরোধক বুধ বিতরণ
শামীম আলম, (জামালপুর) :
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় স্থানীয় সংসদ সদস্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসানের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে করোনা প্রতিরোধক বুধ বিতরন করা হয়েছে।
মঙ্গলবার (২নভেম্বর) উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া আদর্শ বিদ্যানিকেতন ও বয়ড়া বাজার নূরানী এবং হাফিজিয়া মাদরাসায় করোনা প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষায় সামগ্রীর দুটি বুধ বিতরন করা হয়। এসময় তারা জানান এই বুধ পর্যাক্রমে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হবে।
তথ্য প্রতিমন্ত্রীর পক্ষ থেকে সরিষাবাড়ী প্রেসক্লাবের কার্যনিবার্হী সদস্য সাংবাদিক মোস্তাক আহমেদ মনির শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে এই বুথ তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, বয়ড়া আদর্শ বিদ্যা নিকেতনের পরিচালক নুরুল ইসলাম, শিক্ষিকা সাথী আক্তার, বয়ড়া বাজার নূরানী এবং হাফিজিয়া মাদরাসার পরিচালক হাফেজ মোহাম্মদ আব্দুস ছাত্তার, আবু বক্কর সিদ্দিক প্রমুখ।