গফরগাঁও ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার অভিযান
এইচ কবীর টিটো, (গফরগাঁও) :
ময়মনসিংহের গফরগাঁও পৌরশহরে বাজারের রাস্তার পাশের ফুটপাত দখলমুক্ত করতে পৌর কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করেছেন।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চলে। এ সময় উপস্থিত ছিলেন গফরগাঁও পৌরসভার সচিব মোহাম্মদ কামরুল হক ও সহকারী প্রকৌশলী সানোয়ার হোসেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পৌরসভায় বাজারের দোকানগুলো তাদের মালামাল ও অবৈধ স্থাপনা দিয়ে ফুটপাত দখল করে রেখেছে। ফুটপাত রেখে বাধ্য হয়ে পথচারীরা রাস্তা দিয়ে চলাচল করে। এতে পথচারীদের হাঁটতে সমস্যায় পড়তে হয়। প্রায় প্রতিদিন ঘটে কোন না কোন দূর্ঘটনা।তাই আব্দুল বেপারী গেইট, মধ্যবাজার, পাটমহল মোড়, নতুন বাজারসহ গফরগাঁও বাজারের বিভিন্ন স্থানে ফুটপাতের অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করা হয়।
উল্লেখ্য, গত ২৫ অক্টোবর পৌরসভা কতৃপক্ষ মাইকিং করে সতর্ক করে দেয় ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে নভেম্বরের প্রথম সপ্তাহে অভিযান চালানো হবে ।সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে মালামাল উঠানো নামানো করতে নিষেধ আরোপ করে।
পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন বলেন, জাতীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এমপি মহোদয় যানজট মুক্ত পৌরসভা উপহার দিতে পরামর্শ প্রদান করে। তাই পৌরসভা থেকে এ অভিযান চালানো হচ্ছে।