শিরোনাম

South east bank ad

মেম্বার পদে বাবা-ছেলের লড়াই

 প্রকাশ: ০২ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর বগুড়ার শাজাহানপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাবা ও ছেলে। এঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

প্রতিদ্বন্দ্বী বাবা ও ছেলে হলেন, খলিশাকান্দি উত্তরপাড়ার মৃত আব্দুল প্রামানিকের ছেলে জালাল উদ্দিন প্রামানিক (৫২) ও তার বড় ছেলে আবু জার রহমান (৩৩)।

জালাল উদ্দিন প্রামানিক রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি এবং শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি। ছেলে আবু জার রহমান নার্সারী ব্যবসা করেন।

তফশিল অনুযায়ী আগামী ৪ নভেম্বর যাচাই-বাছাই। ১১ নভেম্বর প্রত্যাহার। ইতোমধ্যে পিতা জালাল উদ্দিন প্রামানিক টিউবওয়েল এবং পুত্র আবু জার রহমান ফুটবল প্রতীক চেয়ে নির্বাচন অফিসে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জালাল উদ্দিন প্রামানিক জানান, তিনি শ্রমিক ইউনিয়নের নেতা। নেতৃত্ব দিতে তার ভাল লাগে। জনগণের পাশে দাঁড়িয়ে তাদের সুখ, দুঃখের সাথী হতে তিনি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগেও তিনি নির্বাচনে অংশ গ্রহণ করে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। এবারই তার জীবনের শেষ নির্বাচন। আর কখনো নির্বাচন করবেন না। প্রতিদ্বন্দ্বী যেই হোক জনগণ তার পক্ষেই রায় দেবেন বলে জানান তিনি।

ছেলে আবু জার রহমান জানান, মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই-বাছাই শেষে প্রতীক পাওয়ার পর পুরোদমে প্রচার-প্রচারনায় মাঠে নামবেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা দুলাল হোসেন জানান, পিতা-পুত্র দুইজনেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই-বাছাই শেষে যথা সময়ে প্রতীক বরাদ্দ দেয়া হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: