শিরোনাম

South east bank ad

বকশীগঞ্জে ভোট কেন্দ্র পরিবর্তনের দাবিতে মানববন্ধন

 প্রকাশ: ০২ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শামীম আলম, (জামালপুর) :

জামালপুরের বকশীগঞ্জে ভোট কেন্দ্র পরিবর্তন অথবা নতুন আরেকটি ভোট কেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ২ই অক্টোবর মঙ্গলবার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের নতুন বাঁশকান্দা নূরগঞ্জ বাজার এলাকায় বকশীগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহা সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেন স্থানীয় এলাকাবাসী। মানববন্ধনে প্রায় ৫ শতাধিক নারী পুরুষ অংশ নেন। নিলক্ষিয়া ইউনিয়নের দাড়িয়াপোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রটি পরিবর্তন করে জানকিপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে স্থানান্তর অথবা নতুন ভোট কেন্দ্রের দাবি জানিয়ে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মনিরুজ্জামান লিমন, রাসেল মিয়া, আজাহার আলী নালু , সোহেল মিয়া,মুকুল মিয়া, উজ্জল মিয়া ও রাশিকুল ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের নয়টি গ্রাম নিয়ে ৯ নম্বর ওয়ার্ড গঠিত। এই ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় ওয়ার্ড এটি। দাড়িয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি জানকিপুর, জানকিপুর নতুন বাসকান্দা, জানকিপুর মির্ধাপাড়া, পুরাতন বাশঁকান্দা ও ভাটিয়া পাড়া এলাকা থেকে প্রায় ২/৩ কিলোমিটার দুরে। এছাড়াও ভোটকেন্দ্রে যাওয়ার একমাত্র সড়কটির অবস্থাও বেহাল। যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় অনেকেই ভোট কেন্দ্রে যেতে চান না। বিশেষ করে এই ওয়ার্ডের নারী ভোটাররা অনুপস্থিত থাকেন বেশি। জরাজীর্ন সড়কের কারনে নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাতায়াতে দারুন ভোগান্তির সম্মুখীন হন। তাই কেন্দ্রটি পরিবর্তন করে জানকিপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে স্থানান্তরের দাবি জানান তারা। আসন্ন ইউপি নির্বাচনের আগেই ভোট কেন্দ্রটি পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নির্বাচন কমিশনারের প্রতি জোড়ালো দাবি জানান তারা।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম লিচু বলেন, প্রতিটি নির্বাচনেই এই ভোট কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটে। কেন্দ্রটি পরিবর্তন করে জানকিপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে স্থানান্তর করা হলে এলাকার মানুষের ভোট দানে সুবিধা হবে।

ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার বলেন,ভোট কেন্দ্র পরিবর্তন বা নতুন কেন্দ্র স্থাপনের দায়িত্ব নির্বাচন কমিশনের। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে সংশ্লিষ্ট কতৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে আশা করি।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা আশিকুর রহমান সরকার বলেন,স্থানীয় এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে সরেজমিনে গিয়ে তদন্ত করেছি। বিষয়টি উর্ধ¦তন কতৃপক্ষকে অবহিত করা হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: