শিরোনাম

South east bank ad

পুলিশ নির্যাতনে মৃত্যুর অভিযোগে থানা ঘেড়াও করে এলাকাবাসীর বিক্ষোভ ও ভাংচুর

 প্রকাশ: ০১ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আমিনুল ইসলাম জুয়েল, (রংপুর) :

রংপুর মেট্রোপলিটন হারাগাছা থানার পুলিশ কর্তৃক তাজুল ইসলাম (৪৮) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগে এলাকাবাসী থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন। এসময় থানা ভবনে ইট পাটকেল নিক্ষেপসহ ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়স্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও টিয়ালশেল ছেড়েছে।

সোমবার(০১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার নতুন বাজার বছির বানিয়ার তেপতি নামক স্থানে এ ঘটনা ঘটেছে।

তাজরুল ইসলাম হারাগাছ পৌর এলাকার সওকত আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নতুন বাজার বছির বানিয়ার তেপতি নামক স্থানে অভিযান চালান পুলিশ। এসময় মাদক সেবনের অভিযোগে তাজুল ইসলামকে আটক করা হয়। এক পর্যায়ে পুলিশ তাকে মারধর করলে ঘটনাস্থলে তাজুলের মৃত্যু হয়।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা বিক্ষোভ মিছিলসহ থানা ঘেরাও করেন। এসময় তারা তাজুল হত্যার বিচারের দাবী করে থানা ভবনে ইট পাটকেল নিক্ষেপসহ ভাংচুর চালায়।

পরিস্থিতি নিয়স্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও টিয়ালশেল ছেড়েছে।

বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

উধ্বর্তন একাধিক কর্তৃপক্ষের সাথে মোবালই ফোনে যোগাযোগা করা হলে কেউ ফোন ধরেননি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: