শিরোনাম

South east bank ad

অবৈধ বালু উত্তোলন বন্ধ হলেই নদী ভাঙ্গন রোধ হবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

 প্রকাশ: ০১ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শামীম আলম, (জামালপুর) :

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন অবৈধ বালু উত্তোলন বন্ধ হলেই যমুনা নদীর ভাঙন রোধ হবে। জলবায়ু পরিবর্তনের ফলে দেশে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। তাছাড়াও বাঁধের সন্নিকট হতে অনেকেই ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে থাকে। তাই নদী ভাঙ্গন তীব্র হচ্ছে। অবৈধভাবে বালু উত্তোলন করা বন্ধ না হলে লৌহার বাঁধ দিলেও কাজ হবে না। তাই তিনি স্থানীয় প্রশাসনের অবৈধ বালু উত্তোলকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেয়াসহ এলাকাবাসিসহ সকলকে প্রতিহত করার আহব্বান জানান।

সোমবার (১ নভেম্বর) বিকালে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কুলকান্দি হার্ড পয়েন্ট যমুনার ভাঙ্গন কবলিত এলাকায় জরুরী পরিদর্শনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপি, জামালপুর-শেরপুর সংরক্ষিত নারী আসনের এমপি বেগম হোসনে আরা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জামাল আব্দুন নাসের বাবুল,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ আব্দুস ছালাম প্রমুখ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: