South east bank ad

চশমা চশমা স্লোগানে আছিমে আ’লীগের দুটি নির্বাচনী অফিস ভাংচুর

 প্রকাশ: ০১ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২নং আছিম পাটুলী ইউনিয়নের আওয়ামীলীগের দুটি নির্বাচনী অফিস ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে আছিম পাটুলী ইউনিয়নের ঘুঘুরাচালা ও লাঙ্গল শিমুল এলাকায় নৌকা প্রতিকের অফিস ভাংচুর করে প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী ইমরুল কায়েস (চশমা) এর কর্মী ও সমর্থকেরা।

প্রত্যক্ষদর্শী ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম বলেন, দেশিয় অস্ত্র-সস্ত্র নিয়ে ৭০/৮০টি মোটরসাইকেল যোগে অতর্কিতভাবে নৌকার অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় অফিসে ৬/৭জন কর্মী ছিল। হামলায় তারা আহত হয়।

আওয়ামীলীগের মনোনিত নৌকার প্রার্থী এসএম সাইফুজ্জামান সাইফুল বলেন, ঘটনার সময় আমি অন্য এলাকায় গণসংযোগে ছিলাম। সেখান থেকে দ্রুত ঘটনাস্থলে এসে দেখি আমার নির্বাচনী অফিস ভাংচুর করা হয়েছে। এ সময় তারা আমার একজন কর্মীকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুতি চলছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: