পঞ্চগড়ে জাতীয় যুব দিবস পালন
মোঃ লিহাজ উদ্দিন, (পঞ্চগড়) :
দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগান নিয়ে পঞ্চগড়ে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (০১ নভেম্বর) সকালে পঞ্চগড় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে থেকে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি বর্নাট্য র্যালী বের করা হয়।
র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। এতে জেলা প্রশাসক মো.জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ জাহান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মকসুদল কবীর, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম সহ যুব শিক্ষার্থীরা অংশ নেন।
র্যালী শেষে যুব উন্নয়ন হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে যুবদের মাঝে যুব ঋণের চেক ও সনদ বিতরণ করা হয়।