দুর্গম চর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ার সোনাতলায় দুর্গম চর থেকে হাছেন আলী আকন্দ (৩৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ নভেম্বর) উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়নের চর সরলীয়া থেকে দুপুর ১২টায় গামারি গাছে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
মৃত হাছেন পেশায় একজন কৃষক ও সারিয়াকান্দি উপজেলার চালিয়াবাড়ি ইউনিয়নের জলিল আকন্দের ছেলে। তিনি পরিবারসহ সোনাতলা শিমুলতাহী গুচ্ছ গ্রামে থাকতেন। লাশটি উদ্ধারের পর দুপুর ১টায় চর সরলীয়া থেকে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে আনা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাতলা থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন।
তিনি জানান, হাছেনের লাশ গাছের সঙ্গে দঁড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। সকাল ১০টায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা এখানে আসি। এলাকাটি দুর্গম চর হওয়ায় আমাদের নৌকা থেকে নেমেও প্রায় ৩কিলোমিটার হেঁটে আসতে হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শজিমেক এ নেওয়া হচ্ছে।
সারিয়াকান্দি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসছি। এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্ত শেষে জানা যাবে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।