শিরোনাম

South east bank ad

নাটোরে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

 প্রকাশ: ০১ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: রবিউল ইসলাম, (নাটোর) :

জেলায় সফল যুবকদের কার্যক্রমে সহযোগিতা প্রদানের লক্ষ্যে ২৬ জন যুবকের মাঝে প্রায় লক্ষ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। ‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে আজ সোমবার (১ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। জেলা প্রশাসক শামীম আহমেদ সভা প্রধানের দায়িত্ব পালন করেন। যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আতিকুজ্জামান খান স্বাগত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহসীন, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন এবং লাভলী ইয়াসমীনসহ সফল যুবকবৃন্দ।

সভায় বক্তারা বলেন, যুব শক্তিই দেশের মূল চালিকা শক্তি। এ শক্তিকে দেশের উন্নয়নের ধারায় সম্পৃক্ত করতে পারলে কাংখিত উন্নয়নের গন্তব্যে খুব সহজেই দেশ পৌঁছে যাবে। এ লক্ষ্যকে সামনে রেখে সরকার যুবদের জন্যে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা ছাড়াও মাত্র পাঁচ শতাংশ সার্ভিস চার্জে বিপুল পরিমাণ ঋণ বিতরণ করে যাচ্ছে। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের বিদ্যমান যুব প্রশিক্ষণে যুগোপযোগী আরো নতুন বিষয় বা ট্রেড সংযোজনের পরামর্শ দেন বক্তারা।

অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের আয়োজনে সদ্য সমাপ্ত ইলেকট্রিক এন্ড হাউজ ওয়ারিং এবং সেলাই প্রশিক্ষণ সম্পন্নকারী যুবকদের মাঝে সনদও বিতরণ করা হয়।

দিবসটি উপলক্ষে জেলার অন্য ছয়টি উপজেলাতেও আনুষ্ঠানিকভাবে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: