ফুলবাড়িয়ায় জাতীয় যুব দিবসে র্যালি আলোচনা সভা চেক বিতরণ
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানের আলোকে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
১ নভেম্বর দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়িয়া এপি’র সহযোগিতায় আয়োজন করে ফুলবাড়িয়া উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর। উপজেলা পরিষদ চত্বর হতে একটি র্যালি মুক্তিযুদ্ধের চত্বর হয়ে উপজেলা পরিষদে আলোচনা সভা করে।
উপজেলা নির্বাহি অফিসার আশরাফুল ছিদ্দিক এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আব্দুল মালেক সরকার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার নুর মোহাম্মদ।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন শর, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ওয়াদুদ আকন্দ দুদু, প্রভাষক এটিএম মহসীন শামীম, যুবলীগের আহ্বায়ক মো: আ: কদ্দুছ, শ্রমিকলীগের আহসান হাবিব ইলিয়াস উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, এপি ম্যানেজার জেমস বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।