শিরোনাম

South east bank ad

বগুড়ায় ১২ মামলার আসামী গ্রেপ্তার

 প্রকাশ: ৩১ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

বগুড়ায় চাঁদাবাজি, অস্ত্র, নাশকতা, ডাকাতি ও মাদকসহ ১২ মামলার গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামী নাহিদুল ইসলাম ওরফে নয়ন (২৮) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ বগুড়া।

গ্রেপ্তারকৃত নয়ন বগুড়ার গাবতলী উপজেলার চক মাড়িয়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।

রবিবার সকাল সাড়ে ৯টায় স্পেশাল কোম্পানী র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার সোহরাব হোসেন এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান।

র‌্যাব-১২ বগুড়া অফিস সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামী নাহিদুল ইসলাম ওরফে নয়নের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র, নাশকতা, ডাকাতি এবং মাদকসহ মোট ১২ টি মামলা রয়েছে। যার মধ্যে ৪টি মামলায় তার নামে গ্রেপ্তারি পরোয়ানা আছে নয়ন বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে অপরাধমূলক কার্যক্রম পরিচলনা করে আসছিল। মাদকের ভয়াল থাবার উঠতি বয়সী যুবকদের কাছে বিভিন্ন ধরনের মাদক বিক্রয় করা ও বিভিন্ন ধরণের অপরাধমূলক কার্যক্রমে নিজেকে নিয়োজিত রেখেছে। বর্তমানে সে সন্ত্রাসী গ্রুপ পরিচালনাসহ এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে নেতৃত্ব দিয়ে আসছে। শনিবার দিবাগত রাত ১ টার দিকে গাবতলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

স্পেশাল কোম্পানী র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ সোহরাব হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাবতলী থানায় সোপর্দ করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: