শিরোনাম

South east bank ad

সোনাতলা পৌরসভা নির্বাচনে দ্বিমুখী লড়াইয়ের আভাস

 প্রকাশ: ৩১ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

আগামী ২ নভেম্বর (মঙ্গলবার) বগুড়ার সোনাতলা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রার্থীদের প্রচার প্রচারণা শেষ হয়েছে। নির্বাচনে এবার মেয়র পদে ৩জন, সংরক্ষিত নারী সদস্য ১১ জন ও সাধারণ কাউন্সিলন পদে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।

নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ ও প্রশিক্ষণ শেষ করেছে উপজেলা নির্বাচন অফিস। সোনাতলায় প্রথমবারের মতো ইভিএমএ ভোট হওয়ায় ভোটারদের মধ্যে কৌতুহল রয়েছে। নির্বাচনে মোট ১১টি কেন্দ্রে বিজিবি, পুলিশ আনসার সদস্যের পাশাপাশি ১০ জন ম্যাজিস্ট্রেট ও একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

দ্বিতীয় বারের মতো পৌরসভার নির্বাচনে মেয়র পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, বর্তমান মেয়র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম নান্নু, আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শাহিদুল বারী খান রব্বানী ও বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ডা. হাবিবুর রহমানের ছেলে স্বতন্ত্র প্রার্থী একেএম শাকিল রেজা বাবলা।

পৌরসভার ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের নির্বাচনে মেয়র প্রার্থী ৩জন হলেও ভোটের লড়াই মুলত দ্বিমুখী হবে। বর্তমান মেয়র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম নান্নুর সঙ্গে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শাহিদুল বারী খান রব্বানী ভোটের লড়াই হবে। তাদের মধ্যে সামান্য ভোটের ব্যবধান হবে বলে ভোটাররা ধারণা করছে। গত পৌরসভা ভোটে বর্তমান মেয়র জাহাঙ্গীর আলম নান্নু মাত্র ৮৪ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শাহিদুল বারী খান রব্বানীকে পরাজিত করে।

বর্তমান মেয়র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম নান্নু বলেন, গত ৫ বছরে সোনাতলা পৌরসভায় ব্যাপক উন্নয়ন করেছি। বর্তমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পৌরবাসী তাকেই নির্বাচিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শাহিদুল বারী খান রব্বানী বলেন, গত ৫ বছরে সোনাতলা পৌরসভায় উল্লেখযোগ্য কোনও উন্নয়ন হয়নি। বর্তমান সরকার উন্নয়নে বিশ্বসী। তাই উন্নয়নের সুষ্ঠ বন্টনের জন্য পৌরবাসী তাকেই নির্বাচিত করবে।

স্বতন্ত্র প্রার্থী একেএম শাকিল রেজা বাবলা বলেন, তার বাবা সাবেক সংসদ সদস্য ডা: হাবিবুর রহমান সততার সঙ্গে আজীবন মানুষের সেবা করে গেছেন। আমিও মানুষের পাশে থেকে রাজনীতি করে আসছি। এজন্য পৌরসভার ভোটাররা আমাকেই নির্বাচিত করবে বলে মনে করি।

সোনাতলা উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহবুব আলম শাহ জানান, পৌরসভার মোট ভোটার ১৯ হাজার ৫২৩ জন। এর মধ্যে পুরুষ ৯ হাজার ৪০৪ জন ও মহিলা ভোটার ১০ হাজার ১১৯ জন। ১১টি কেন্দ্রে ভোটাররা ইভিএমের মাধ্যমে ভোট দিয়ে তাদের প্রতিনিধি বেছে নেবেন।

সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: সাদিয়া আফরিন বলেন, ভোট গ্রহণের জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য ইতোমধ্যে বিজিবি সদস্যরা সোনাতলায় এসেছে। তিনি বলেন, পৌর নির্বাচনের জন্য ১১টি ভোট কেন্দ্রের মধ্যে ৩টি ভোটকেন্দ্র ঝুকিপূর্ণ ধরা হয়েছে। তবে আশা করছি নির্বাচনে কোনও বিঘ্ন হবেনা।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: