South east bank ad

শ্রীবরদীতে বিট পুলিশিং মতবিনিময় সভা

 প্রকাশ: ৩১ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :

শ্রীবরদীতে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, সাম্প্রদায়িকতা ও আইন শৃঙ্খলা সংক্রান্ত নিয়ে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর রবিবার দুপুরে শ্রীবরদী থানার আয়োজনে থানা চত্বরে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিপ্লব কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শেরপুর জেলার পুলিশ সুপার, হাসান নাহিদ চৌধুরী।

অন্যান্যদের মধে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, উপজেলা আ'লীগের সম্পাদক মোঃ মোতাহারুল ইসলাম লিটন, বীরমুক্তিযোদ্ধা বীর প্রতিক বার জহুরুল হক মুন্সি, বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, হামিদুর রহমান প্রমুখ।

পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, সম্প্রাদায়িকতার বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। দেশ এগিয়ে যাচ্ছে। দেশকে আরো এগিয়ে নিতে সকলকে পুলিশ বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। আমরা আপনাদের সেবা নিয়োজিত আছি। যে কোন বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন।

সভায় আ, লীগ ও আ,লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: