শিরোনাম

South east bank ad

স্বামীর পক্ষে নৌকায় ভোট চাইলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান

 প্রকাশ: ৩১ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ১৩টি ইউনিয়নে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ আগামী ১১নভেম্বর বৃহস্পতিবার। সেই নির্বাচনে ১১নং রাধাকানাই ইউনিয়ন থেকে দ্বিতীয়বারের মতো নৌকা প্রতিক নিয়ে লড়ছেন ময়মনসিংহ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক প্রভাষক ফারজানা শারমিন বিউটি’র স্বামী ফুলবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ মো. গোলাম কিবরিয়া তরফদার (শিমুল তরফদার)। স্বামীর পক্ষে ইউনিয়নের পলাশ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের কাছে ভোট প্রার্থনা করেছেন জেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি। এরপর তিনি শিক্ষকদের মাধ্যমে সংশ্লিষ্ট ভোটারদের কাছেও নৌকা মার্কায় ভোট চেয়েছেন। পরে বিউটি বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের নৌকায় ভোট চেয়েছেন।

এ সময় বিউটি বলেন, ইউনিয়নের বরাদ্দ ছাড়াও আমি জেলা পরিষদের বরাদ্দ থেকে রাস্তাঘাট, কালভার্ট, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানবিধ উন্নয়ন করেছি। আমার বাবার মাধ্যমে অনেক উন্নয়ন হয়েছে সেটাও আপনারা জানেন। ইউনিয়ন পরিষদটিকে একটি সেবাদান প্রতিষ্ঠানে রূপ দেওয়া হয়েছে। উন্নয়নের স্রোত অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনার নৌকায় ভোট দিতে হবে। যদি নৌকা পাশ করে তাহলে নতুন করে আর কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে না, আগে যে সব পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল সেগুলো চলতে থাকবে। আর সেটি যদি চলতে থাকে তাহলে অনেক বেশি উন্নয়ন করা সম্ভব। যারা নৌকার লোক তারা অপর ভাই যারা অন্য পথে হাঁটছে তাদেরকে বুঝিয়ে নৌকায় ভোট দিতে বলবেন। আমরা আশাকরি সকলে মিলে একত্রিত হয়ে কাজ করলে বিজয়ের মালা আমাদেরই হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: