শিরোনাম

South east bank ad

শিশু সপ্তাহে নৃত্যাঙ্গনে জাতীয় পুরস্কার পেলেন বরগুনার ৪ শিশু

 প্রকাশ: ৩০ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.এস রিয়াদ, (বরগুনা) :

"শিশুর জন্য বিনিয়োগ করি- সমৃদ্ধ বিশ্ব গড়ি" এই প্রতিপাদ্যকে ধারণ করে টানা এক মাস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহ-২১।

এরমধ্যে গত বৃহস্পতিবার বিকেল চারটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আয়োজিত নৃত্যানুষ্ঠান প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে বরগুনার চার শিশু নৃত্য শিল্পী বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দিয়েছেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি।

এসময় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ (বাশিকপ)'র সভাপতি ডা. মাখদুমা নার্গিস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

বরগুনার গর্বিত এই চার শিশু হল- সাধারণ নৃত্যে গ্রুপ-ক এ সানবীম কিন্ডার গার্টেন স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী সাইমা আফরিন অর্পি, বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী অহনা হালদার (খ), পুলিশ লাইন হাই স্কুলের ১০ম শ্রেণীর ছাত্রী তন্দ্রিমা রিয়া অন্তু (গ) ও গ্রুপ ঘ এ সাধারণ নৃত্য ও উম্মুক্ত লোক নৃত্যে বরগুনা সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র মোঃ নুর আলম রিফাত জাতীয় পুরস্কার অর্জন করেন।

এরা প্রত্যেকেই বাংলাদেশ শিশু একাডেমি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি বরগুনার নৃত্য প্রশিক্ষক মেহেদী হাসান বেলালের শিক্ষার্থী।

এই চার শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ও বরগুনাবাসী তাদের এই অর্জনকে সাধুবাদ জানিয়েছেন। সেইসাথে এ অর্জন বরগুনাকে তথা বাংলাদেশকে নিয়ে যাবে এক অনন্য শিখায়, এমনটাই আশাবাদী বরগুনাবাসী।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: