নগরকান্দায় দুই প্রার্থীর সমর্থকের সংঘর্ষে পুলিশসহ আহত-১৭
শফিকুল খান জনি, (ফরিদপুর) :
ফরিদপুরের নগরকান্দায় ৬নং তালমা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ঘন্টাব্যাপী সংঘর্ষে পুলিশ সহ ১৭ জন আহত হয়েছে। এছাড়া স্থানীয় এক সংবাদকর্মীর মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে।
জানাযায়, শনিবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে চারটায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের সতন্ত্র (মোটরসাইকেল প্রতিক) চেয়ারম্যান প্রার্থী মোঃ কামাল হোসেন মিয়া স্থানীয় রসুলপুর বাজারে শান্তিপূর্ণভাবে পথসভা করছিলেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী (নৌকা প্রতিকের) রনজিৎ কুমার মন্ডলের সমর্থকেরা একটি মিছিল নিয়ে বাজারে প্রবেশ করলে দুই গ্রুপের মাঝে উত্তেজনার সৃষ্টি হলে পরে তা সংঘর্ষে রুপ নেয়। ঘন্টাব্যাপী এ সংঘর্ষে পুলিশ সহ দুই গ্রুপের প্রায় ১৭ জন আহত হয়েছে। আহতদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ এসে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে ও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এ নিয়ে উভয়পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় ইউনিয়নের সাধারন ভোটারদের মাঝেও চরম ভীতির সৃষ্টি হয়েছে।
এ ঘটনায়, থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা বিপ্লব বলেন, সংঘর্ষ ঠেকাতে গিয়ে পুলিশের তিনজন সদস্য আহত হয়েছে। তিনি আরো বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।