শিরোনাম

South east bank ad

পঞ্চগড়ে ইউপি নির্বাচনে মা-মেয়ের লড়াই

 প্রকাশ: ৩০ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ লিহাজ উদ্দিন, (পঞ্চগড়) :

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে দেশের ৮৪৮টি ইউনিয়নের ন্যায় উত্তরের জেলা পঞ্চগড়ের সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়া সদর ইউনিয়নেও আগামী ১১ নভেম্বর ভোট গ্রহণ হবে। তারই ধারাবাহিকতায় উক্ত তেঁতুলিয়া উপজেলার একটি ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে মায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন মেয়ে। ইতোমধ্যে তারা প্রতীক বরাদ্দ পেয়েছেন এবং নির্বাচনী মাঠে প্রচারণা চালাতে শুরু করেছেন। উভয়ই নিজেদের জয়ের ব্যাপারে বেশ আশাবাদী। উপজেলা সদর ইউনিয়নের ওই দুই প্রার্থী হলেন- শতদল আদর্শগ্রামের মোছাঃ জীবন নাহার এবং তার মেয়ে একই গ্রামের আবু সায়েমের স্ত্রী বুলবুলি আক্তার। তারা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত এই ওয়ার্ডে আরো তিনজন মহিলা প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। প্রতিশ্রুতির ফুলঝুড়ি নিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন মা-মেয়েসহ অন্য প্রার্থীরা। প্রচার-প্রচারণায় পিছিয়ে নেই কেউ। মা মেয়ের মধ্যে কাকে ভোট দেবেন এ নিয়ে সংশয় স্থানীয়দের। মা-মেয়ের এই ভোট যুদ্ধ নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও ব্যক্ত করছেন তারা।

স্থানীয়রা বলছেন, জীবন নাহার টানা দুই বারের মহিলা সদস্য। এবারও তার অবস্থান ভালো। স্থানীয় ভোটার লাবলু মিয়া বলেন, ‘সংরক্ষিত মহিলা সদস্য পদে মা-মেয়ে দুইজন প্রার্থী। আমরা এখন কাকে ভোট দেবো। তাদের উচিত ছিলো সমঝোতার মাধ্যমে যেকোন একজন প্রার্থী হওয়া।’

বর্তমান সদস্য হেলিকপ্টার প্রতীকের প্রার্থী জীবন নাহার বলেন, ‘আমি দুই বারের নির্বাচিত মহিলা সদস্য। জনগণ এবারও আমাকে নির্বাচিত করতে চায়। আমার মেয়ে বুলবুলি আমার সঙ্গে পরামর্শ না করেই তার স্বামীর সিদ্ধান্তে নির্বাচন করছে। সে নির্বাচন করতেছে করুক আমার কোন আপত্তি নাই, কিন্তু জনগণের প্রশ্ন আপনি থাকতে আপনার মেয়ে কেন প্রার্থী হয়েছে?

মেয়ে বুলবুলি আক্তার বলেন, ‘এলাকায় আমার জনপ্রিয়তা আছে। সাধারণ ভোটাররা আমাকে নির্বাচনে অংশগ্রহণ করার আশা জাগিয়েছে। আমি বক প্রতীক নিয়ে নির্বাচন করছি এবং সকাল থেকে রাত অব্দি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি, ভোটারদের সাড়াও পাচ্ছি ভালো।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: