বগুড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ায় ৮০০ পিস ইয়াবাসহ মামুন মিয়া (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি)। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সোনাতলা উপজেলার বোচারপুকুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মামুন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পুনতাইড় গ্রামের আবদুল মান্নান মুন্সির ছেলে।
বগুড়া ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ জানান, মাদক বিরোধী অভিযানে শুক্রবার রাতে মামুনকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া সোনাতলা থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।