শিরোনাম

South east bank ad

বসুন্ধরা কনভেনশন হলে "আমরা ৯৩" এর বিভাগীয় সম্মেলন

 প্রকাশ: ৩০ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টুয়েন্টিফোর.কম

গতকাল রাজধানী ঢাকার বসুন্ধরা কনভেনশন হলে অনুষ্ঠিত হলো ১৯৯৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরিক্ষার্থীদের নিয়ে গঠিত বন্ধু সংগঠন "আমরা ৯৩" এর “বিভাগীয় সম্মেলন ২০২১”। দেশের প্রতিটি বিভাগ থেকে বিভাগীয় সমন্বয়কারীরা এ সম্মেলনে অংশগ্রহণ করেন।

সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওমর ফারুক। তিনি তার স্বাগত বক্তব্যে, সংগঠনটির মূলনীতি, সাংগঠনিক নীতিমালা, ভবিষ্যৎ পরিকল্পনাসহ প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনের বন্ধু ও তাদের পরিবারের সদস্যদের জন্য বিনামূল্যে চোখের ছানি অপারেশন, করোনাকালীন সময়ে বিনামূল্যে খাদ্যদ্রব্য ও চিকিৎসা এবং নগদ আর্থিক সহায়তা প্রদান, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী পালন, দুঃস্থ, অসহায় ও এতীমদের মাঝে শীতবস্ত্র ও খাদ্যদ্রব্য প্রদানসহ নানাবিধ সাংগঠনিক ও সামাজিক সেবামূলক কর্মসূচীর চিত্র তুলে ধরেন।

সম্মেলনকে সফল ও সার্থক করার জন্য সম্মেলনের আয়োজক, বিভাগীয় সমন্বয়কারী ও সংগঠনের সকল বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সম্মেলনের মূল সমন্বয়কারী কে জেড আমীন সোহাইল।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতিভোজ ও বিভাগীয় সমন্বয়কারী বন্ধুদের সংগঠনকে সুশৃঙ্খলভাবে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয়ের মধ্য দিয়ে সমাপনী ঘোষিত হয় দিনব্যাপী অনুষ্ঠিত বন্ধু সংগঠন আমরা ৯৩ এর “বিভাগীয় সম্মেলন ২০২১”।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: