শিরোনাম

South east bank ad

জামালপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

 প্রকাশ: ৩০ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শামীম আলম, (জামালপুর) :

মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি এই প্রতিপাদ্য কে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে এক বণার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনার মাধ্যমে দিবসটি পালিত হয়েছে ।

শনিবার (৩০অক্টোবর ) জামালপুর জেলা পুলিশ আয়োজনে পুলিশ সুপারের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো, মোখলেছুর রহমান, পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু, জামালপুর পৌরসভা, সাবেক মেয়র ও সভাপতি জেলা কমিউনিটি পুলিশিং মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ সভাপতি, সৈয়দ আতিকুর রহমান ছানা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো, দেলোয়ার হোসেন

পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ বলেন, পুলিশ জনতা ভাই ভাই আগামী দিনে পুলিশ জনতাকে পাশাপাশে অসাম্প্রদায়িক দেশ গড়তে কাজ করে যাবে । সম্প্রীতির বাংলাদেশ করতে সকলের অংশগ্রহন একান্ত প্রয়োজন। বাংলাদেশ পুলিশ সেভাবে কাজ করে যাচ্ছে।

এছাড়াও বক্তরা বলেন,কমিউনিটি পুলিশিং কাজ করায় সমাজের অনেক অপরাধ হ্রাস পেয়েছে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে দেশের অপরাধ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সবাইকে এক সাথে কাজ করতে হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: