শিরোনাম

South east bank ad

নাটোরে জলাশয় দখল নিয়ে হত্যাকান্ডে গ্রেফতার-৩

 প্রকাশ: ৩০ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: রবিউল ইসলাম, (নাটোর) :

নাটোরের লালপুরে সরকারি জলাশয় দখলকে কেন্দ্র করে হামলায় মোখলেছুর রহমান হত্যাকান্ডের সাথে জড়িত অভিযোগে এজাহারনামীয় ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। শুক্রবার রাতে তাদের উপজেলার করিমপুর রেলগেট এলাকা হতে গ্রেফতার করা হয়।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাব-৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান তালুকদার। পরে গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে অর্জুনপাড়া এলাকার মৃত এলাহী বক্সের ছেলে এরশাদ (৩৫), ঈশ্বরপাড়া এলাকার মৃত জমিস উদ্দিনের ছেলে মন্টু (৪২), এবং বক্তার আলীর ছেলে সিদ্দিক (৪৮)।

র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান জানান, নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এর নেতৃত্বে র‌্যাবের একটি দল গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় লালপুরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানকালে তারা উপজেলার করিমপুর রেলগেট এলাকা হতে মোঃ এরশাদ, মোঃ মন্টু ও মোঃ সিদ্দিককে গ্রেফতার করে।

উল্লেখ্য গত শুক্রবার (২৯ অক্টোবর) উপজেলার ঈশ্বরপাড়া গ্রামের ২০ বিঘার একটি খাস পুকুর নিয়ে স্থানীয় বাদশা গ্রুপ ও মোতালেব গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে বাদশার নেতৃত্বে তার গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মোতালেব গ্রুপের ওপর হামলা চালায়। এতে মোখলেছ উদ্দিন ও সাখাওয়াত হোসেন গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মোখলেছ উদ্দিন মারা যায়। সাখাওয়াত হোসেন রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: