সকল ধর্মের মানুষ রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছে : মির্জা আজম এমপি
শামীম আলম, (জামালপুর) :
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, “সকল ধর্মের মানুষ রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছে। দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করার জন্য কুমিল্লার ঘটনা ঘটানো হয়েছে। দেশের মানুষ যখন ঘুমিয়ে ছিল তখন কুমিল্লার ঘটনায় লন্ডন থেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজনৈতিক স্বার্থে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে পরিকল্পিতভাবে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে।
আজ শনিবার (৩০ই অক্টোবর) ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে জামারপুর পৌরসভা আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহরের মির্জা আজম অডিটরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জামালপুর পৌরসভার মেয়র মো. ছানোয়ার হোসেন ছানুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, পুলিশ সুপার নাছির উদ্দিন আহাম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোকলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ প্রমুখ। মতবিনিময় সভায় বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতারাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।