গফরগাঁওয়ের কলেজ শিক্ষার্থী ফাতেমার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন
এইচ কবীর টিটো, (গফরগাঁও) :
ময়মনসিংহের গফরগাঁওয়ের আলতাফ গোলন্দাজ (ডিগ্রি) মহাবিদ্যালয়ের অনার্স (সমাজকর্ম বিভাগের) ১ম বর্ষের মেধাবী শিক্ষার্থী ফাতেমা (২১) হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে কলেজ শিক্ষার্থী ও পরিবারের সদস্যরা।
আজ শনিবার (৩০ অক্টোবর) সকালে কলেজে সামনের সড়কে সকাল সাড়ে ১০টায় থেকে সাড়ে ১১ টায় পর্যন্ত কলেজের শিক্ষার্থী ও পরিবারের সদস্যদের অংশ গ্রহণে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কলেজের প্রভাষক আব্দুল আওয়াল শেখ, প্রভাষক মতিউর রহমান বাবুল, প্রভাষক গোলাম মোহাম্মদ ফারুকী, শিক্ষার্থী নুসরাত জাহান মনি, ফারজানা আক্তার লিমা, রেজাউল শাহরিয়া সাকিব, মোঃ রায়হান, নিহতের পিতা হাফিজ উদ্দিন ও বড় ভাই মোঃ আল মামুন প্রমূখ।
বক্তারা মেধাবী শিক্ষার্থী ফাতেমার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানান।