গৌরীপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী মতবিনিময় সভা
মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আহাম্মদ উল্লাহ ওরফে আব্দুল হাই নিজ ডেকুরা গ্রামবাসীর সঙ্গে এক নির্বাচনী মতবিনিময় সভায় মিলিত হন। শুক্রবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টায় ডেকুরা গ্রামে নিজ বাড়ির আঙ্গিনায় তিনি এ মতবিনিময় সভায় আয়োজন করেন।
এ নির্বাচনী মতবিনিময় সভায় আহাম্মদ উল্লাহ আব্দুল হাই বলেন, তিনি চেয়ারম্যান থাকাকালীন সময়ে ব্যক্তিগত উন্নতির কথা না ভেবে জনগণের সেবায় নিজেকে ব্যস্ত রেখেছিলেন। সাবেক হওয়ার পরও জনগণের সঙ্গে যোগাযোগ রক্ষা করে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় কর্মকান্ডে ভূমিকা পালন করে আসছেন তিনি। বিগত ইউপি নির্বাচনে আওয়ামীলীগের স্থানীয় রাজনৈতিক কোন্দলের কারনে তিনি আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত হন। এবার আসন্ন অচিন্তপুর ইউপি নির্বাচনে নৌকা পেতে আওয়ামীলীগের নেতৃবৃন্দের সঙ্গে তিনি জোর লবিং চালিয়ে যাচ্ছেন। তিনি দৃঢ় আশাবাদী এবার নৌকা তিনিই পাবেন। এলক্ষে সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন সাবেক ইউপি চেয়ারম্যান আহাম্মদ উল্লাহ আব্দুল হাই।
মতবিনিময় সভায় অন্যান্য বক্তারা বলেন, বিগত ইউপি নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নির্বাচিত চেয়াম্যান মরহুম শহিদুল ইসলাম অন্তরের বিতর্কিত কর্মকান্ডে এ ইউনিয়নে নৌকার জোয়ারে ভাটা পড়েছে। আসন্ন ইউপি নির্বাচনে যোগ্য ও জনবান্ধব প্রার্থী দলীয় মনোনয়ন না পেলে এ ইউনিয়নে নৌকার ভরাডুবি হবে। এক্ষেত্রে নৌকার বিজয় ধরে রাখতে হলে আহাম্মদ উল্লাহ আব্দুল হাইয়ের কোন বিকল্প প্রার্থী নেই বলে মন্তব্য করেন তাঁরা।
ডেকুরা গ্রামের স্থানীয় গণ্যমান্য ব্যক্তি মোঃ শামছুল আলমের সভাপতিত্বে ও মৎস্যজীবী লীগ নেতা শাফায়েত আলম সোহেলের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় বক্তব্য দেন, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ মহসীন, স্থানীয় আওয়ামীলীগ নেতা মোশারফ হোসেন তালুকদার জাহাঙ্গীর, ইউপি মেম্বার শামছুল হক, আব্দুর রহিম মন্ডল, হাজী মোঃ মুক্তার উদ্দিন, আবুল কাশেম, আবুল কালাম আজাদ, আবুল কালাম, কৃষকলীগ নেতা আবু বক্কর, শ্রমিকলীগ নেতা নুরুজ্জামান, যুবলীগ নেতা বাবুল মিয়া, স্থানীয় হাফেজ সবুজ মিয়া, আসাদুজ্জামান আসাদ, জিয়াউল ইসলাম, আমিনুল ইসলাম, আমিরুল ইসলাম, দুলাল মিয়া, জজ মিয়া, আবু সাঈদ, ইলিয়াছ কাঞ্চন প্রমুখ।
মতবিনিময় শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আতাউর রহমান। এ মতবিনিময় সভায় ডেকুরা গ্রামের সর্বস্তরের মানুষ দলমত নির্বিশেষে স্বতস্ফূর্তভাবে যোগদান করেন।