প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডারে সাউথ বাংলা ব্যাংকের কম্বল প্রদান
স্টাফ রির্পোটার :
দেশের দুস্থ ও শীতার্তদের জন্য সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারে কম্বল প্রদান করেছে।
গত বৃহস্পতিবার ২৮অক্টোবর ২০২১ মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস প্রধান মন্ত্রীর কার্যালয়ে সাউথ বাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা এবং ব্যাংকের অন্যতম পরিচালক এজেড এম শফিউদ্দিন (শামীম) এর নিকট থেকে কম্বল গ্রহণ করেন।
এসময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়াল প্লাটফর্মে সংযুক্ত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস-এর চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।