গোয়ালের চরে নৌকা প্রার্থী বিজয়ী করতে ছাত্রলীগের বর্ধিত সভা
শামীম আলম, (জামালপুর) :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রার্থী বিজয়ী করতে জামালপুরের ইসলামপরে গোয়ালের ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন ছাত্রলীগ আয়োজনে সভারচর দাখিল মাদরাসা হলরুমে শুক্রবার রাতে এই সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রাশেদ মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ মাওলানা, নৌকার মনোনীত প্রার্থী চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন, সাধারণ সম্পাদক মোজতবা বিপুল, যুবলীগ সভাপতি সহিদুর রহমান কালু, সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি নূরে আজাদ ইমরান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মিয়া প্রমূখ।
সভায় বক্তারা উন্নয়নের ধারাবাহিকতা আগামী নির্বাচনে সকলকে নৌকাকে বিজয়ী করার আহবান জানান।