জামালপুরের বরেন্য শিক্ষক সম্মাননা পেলেন রফিকুল ইসলাম
শামীম আলম, (জামালপুর) :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গর্ব ময়মনসিংহ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক বরেন্য শিক্ষক সন্মাননা পুরস্কার পেলেন প্রিন্সিপাল রফিকুল ইসলাম।
গতকাল শুক্রবার (২৯ অক্টোবর) বরেন্য শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে, বাংলাদেশ কারিগরি শিক্ষা কল্যাণ সমিতির পক্ষ থেকে শিক্ষাখাতে অসামান্য সাফল্য অর্জন করায় জামালপুর জেলার নির্বাচিত পুরস্কার গ্রহন করেন বকশীগঞ্জের কৃতিসন্তান চন্দ্রাবাজ রশিদা বেগম শিক্ষা কমপ্লেক্স এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শিক্ষাবিদ মোঃ রফিকুল ইসলাম।
পুরস্কার গ্রহণকালে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, প্রফেসর ড.গাজী কামাল, ময়মনসিংহ কারিগরি শিক্ষা অধিদপ্তরের উপ সচিব ও ময়মনসিংহ মেয়র টিটু, লায়ন্স ক্লাবের সভাপতিসহ সাংবাদিক এসোসিয়েশনের নেতৃবৃন্দ।