ফুলবাড়িয়ায় আ’লীগের নির্বাচনী অফিস ভাংচুর : আহত-২
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ১নং নাওগাও ইউনিয়নের কান্দুর বাজারে স্বতন্ত্র প্রার্থী মোজাম্মেল হক মোজার সমর্থকদের বিরুদ্ধে আওয়ামীলীগের নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগ উঠেছে। এ সময় হামলায় আওয়ামীলীগ কর্মী মো: আব্দুল হাকিম ও গোলাপ নামের দুইজন আহত হয়েছে বলে জানান স্থানীয় আওয়ামীলীগ নেতা আইয়ুব আলী। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৫.৩০ মিনিটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয়রা জানান, কান্দুর বাজার এলাকায় আওয়ামীলীগ কর্মী সমর্থকদের সাথে স্বতন্ত্র প্রার্থী মোজাম্মেল হক (আনারস) এর কর্মীরা বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে আওয়ামীলীগের নির্বাচনী অফিসে গিয়ে হামলা চালিয়ে অফিসে থাকা চেয়ার, টেবিল ও অন্যান্য জিনিসপত্র ভাংচুর করে। এ সময় আনারসের সমর্থকরা আওয়ামীলীগ কর্মী মো: আব্দুল হাকিম ও গোলাপ এর ওপর চড়াও হয় এবং মারধর করে। আক্রমণকারীদের হাত থেকে উদ্ধার করে মো: আব্দুল হাকিম ও গোলাপ কে উপজেলা হাসপাতালে নেওয়া হয়।
ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, অফিস করাকে কেন্দ্র করে সেখানে একটা অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সাথে কথা বলেছি। তবে এঘটনায় এখনো লিখিত কোন অভিযোগ পাইনি।